সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক গ্রেপ্তার
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) রাজধানীর সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার মাইনুল ইসলাম।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মো. ফারুক হোসেন আজ রাতে এক ক্ষুদে বার্তায় বাসসকে একথা জানান।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পালানোর সময় রাজধানী ঢাকার সদরঘাট এলাকা থেকে এই দুইজনকে গ্রেফতার করা হয়। নিউমার্কেট থানায় দায়েরকৃত মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। (বাসস)
কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর পরপরই শেখ হাসিনা সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের অন্যান্য নেতারা আড়ালে চলে যান। সালমান এফ রহমানের আজ গ্রেপ্তার হওয়ার খবর এলেও ভারতীয় গণমাধ্যমে এর আগে দাবি করা হয়েছিল তিনি শেখ হাসিনার সঙ্গে দেশ ছাড়েন।