পদত্যাগ করবেন না সালাউদ্দিন, লড়বেন নির্বাচনে

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগের দাবি জানিয়েছিল বাংলাদেশ ফুটবল আলট্রাস। কিন্তু তাদের সেই দাবি গায়ে মাখছেন না দেশের সাবেক কিংবদন্তী এই ফুটবলার। সরকারের পক্ষ থেকে চাপ এলে হয়তো ভেবে দেখতেন বলে জানিয়েছেন। কিন্তু সমর্থকদের সেই অধিকার নেই জানিয়ে বলেছেন তিনি নির্বাচনে লড়াই করবেন।

দেশের শীর্ষস্থানীয় একটি ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন বাফুফে প্রধান। দেশের ফুটবলের সমর্থকদের সংগঠন ‘বাংলাদেশ ফুটবল আলট্রাস’সালাউদ্দিনকে ২৪ ঘণ্টার আল্টিমেটামও বেঁধে দিয়েছিল। কিন্তু পদত্যাগের আল্টিমেটামকে উড়িয়ে দিয়ে উল্টো আগামী ২৬ অক্টোবর নির্বাচনে একই পড়ে নির্বাচনে লড়ার কথাও জানিয়ে রাখলেন তিনি।

সালাউদ্দিন বলেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার বললে আমি ব্যাপারটা ভেবে দেখতাম। কিন্তু কোথা থেকে কিছু ছেলেপেলে আমাকে হুমকি দেবে, এটা মেনে নেওয়া যায় না। ওরা (বাংলাদেশ ফুটবল আলট্রাস) বলেছে, আমাকে যেখানে পাবে, সেখানেই নাকি মারবে। এটা তো ওরা বলতে পারে না।’

তিনি আরও বলেন, ‘তারা আমাকে বলছে, আমি যেন বলি আর নির্বাচন করব না। কিন্তু তারা বলার কে? আপনি তখনই আমার পদত্যাগের কথা বলতে পারতেন যদি ফেডারেশনে নির্বাচন না হতো। নির্বাচন হবে ২৬ অক্টোবর। আপনি নিজে নির্বাচন করেন। আমার বিরুদ্ধে আপত্তি করার কে? আমি কিন্তু ২০০৮ সালে নির্বাচন করে চেয়ারে বসেছি। তখন তত্ত্বাবধায়ক সরকার ছিল। বাদল রায়, সালাম মুর্শেদী, হারুনুর রশীদ, এদের বিপক্ষে নির্বাচন করেছি। আমি নির্বাচন করেই এসেছি। আপনিও নির্বাচন করে আসুন।’

দীর্ঘ ১৬ বছর ধরে বাফুফে সভাপতির চেয়ার আঁকড়ে ধরে রাখলেও দেশের ফুটবলের উন্নতিতে কোনো ছাপ নেই। ভঙ্গুর অবস্থা ঘরোয়া ফুটবলেও।